বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

বোকা প্রজাপতি


শুধু কারো কারো হৃদয় জুড়ে নেমে আসে
সন্ধ্যার রঙের মত উদাসী আলোর প্রপাত।

কি যে হয়, পেয়ে বসে বিহবলতায়
চোখ, হৃদয়, মস্তিষ্ক সব জুড়িয়ে যায়
সব জুড়াতেই যেন নেমে আসে সন্ধ্যার রঙের মত
উদাসী আলোর প্রপাত।
আহত শিকারের মত গজরাতে থাকি
আচড়াতে থাকি অনুভূতি দিয়ে অনুভূতি
প্রগলভ কিশোরটি এখনো শিমুলের রঙয়ে
প্রেমিকার ছোপ খুজে পেয়ে কেঁপে উঠে
আর সবুজ হৃদয়ে
শুয়োপোকারা অনুভূতির নামে হেটে বেড়ায়
শুয়োপোকারও নির্বান হয়
নির্বানের আনন্দের ছাপ প্রজাপতির ডানায়।
শুধু কারো কারো হৃদয় জুড়ে নেমে আসে
সন্ধ্যার রঙের মত উদাসী আলোর প্রপাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন