বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

ক্ষতগল্প

অবকাশের মত আকাশের নীচে বসে
থেকে, গজানো শিকড়ের সাথে তর্ক
যুদ্ধে নামা বানর, যদি জানত কে
ঈশ্বর আর কে ডারউইন, বিবর্তিত
হয়ে যেত প্রশ্নটাই, লাভ হত সকল
দ্রব্য আটানি ভগাঙ্কুরের, ডানপিটে
কিশোরীর পায়ে বেড়ী দিলে, তার
কোনো মূল্য নেই, মূল্যহীন ছেড়া
ডাকটিকেট, ঝুলে পড়া স্তনের নারী
শুধু সেই গল্পের ভেতরের গল্পটাই
জলের তলের গল্প, যদি মাছশিকারী
জানতই, মোক্ষমই হত তবে মোক্ষশিকারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন