বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

সুগন্ধ তোমার ঋন

কিভাবে যেন খরচ হয়ে যায়
পথের ধূলো, রঙ্গীন সুতো সব
প্রতিফলিত রশ্মি নাকি আয়নায়
রঙধনুর মত ধূম্রজাল সৃষ্টি করে
তার মায়ায় পড়ে, নার্সিজমে
ভুগতে থাকা মায়াবতী অবসন্নতায়
খরচ করে সময়, নাটাই, ঘাসফুল
হিসেবী হতে চেয়েও মাস শেষে তাই
তোমার কাছেই ঘাসফুল ধার চাই
এভাবেই চলে আসা নদীর কাছে
বাতাস, নৌকা, বন্ধুত্বের রাতে
স্রোতে স্রোতে একটু সুগন্ধি
গন্ধে গন্ধে ব্রীজঘাটে খুজি
গন্ধে গন্ধে স্বর্বস্বান্ত হয়ে
রাতশেষে, তোমার কাছেই
তোমার সুগন্ধি ধার চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন