বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

শিরোনামহীন-১

অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি
অবসন্নতার শতপদী অট্টালিকারা
আমায় খুজে নিতে চায়
তাদের ছায়ায়।
আমার চামড়ার সাথে সেটে যাওয়া মেরুদন্ড
সেই ছায়ায় পুড়তে পুড়তে
আজ বিষাদেরই মতো নির্ঝর।
এখনো সার্কাস দেখা হয়নি আমার
অনাঘৃত জুঁই ফুলের গন্ধ নেয়ার মত বয়স হয়েছে কবেই,
অবকাশ মেলেনি।
সবুজ ঘাসের মাঝ দিয়ে শেষ বিকেলের আলোয়
এক নারীকে দেখেছিলাম,
তারপর কতদিন হয়ে গেলো
রবিনসন ক্রুসোর মতো
দাগ কেটে,
দিন গুনে,
ভরিয়ে ফেলেছি চার দেয়াল।
আজ মনে হয়
যদি আমার চারটা দেয়াল
হয়ে যেতো যাদুর আয়না
ছোট্টবেলার মতই আবার বায়না করতাম
ঘাসফড়িং দেখার।

1 টি মন্তব্য: